শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বোয়ালমারীতে পাটের বাম্পার ফলন পানি সংকটে পাট পঁচান ও মূল্য নিয়ে কৃষকরা দুশ্চিন্তায়

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা : বৈরি আবহাওয়ার মধ্যেও এ বছর ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। মোট ২২ হাজার ৫শ’ হেক্টর চাষাবাদি জমির মধ্যে রেকর্ড পরিমান সাড়ে চৌদ্দ হাজার হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। গত বছরের তুলনায় ৫শ’ হেক্টর বেশি জমিতে পাট চাষ করা হয়েছে। পাটের বাম্পার ফলন হলেও পানি সংকটে পাট পচান ও মূল্য নিয়ে কৃষকরা রয়েছে দুশ্চিন্তায়। ময়না ইউনিয়নের বান্দুগ্রামের কৃষক মো. বাচ্চু মোল্যা জানান, এ বছর তিনি সর্বচ্চো ১১ একর জমিতে পাট চাষ করেছেন। পাটের ফলনও ভাল। কিন্তু খালে বিলে পানি না থাকায় পাট কাটার ভরা মৌসুমে পাট পচান নিয়ে দুচিন্তায় আছি। তার ওপর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাব কি না জানি না। বোয়ালমারী ইউনিয়নের বাহিরবাগ গ্রামের কৃষক কান্তি বিশ্বাস এ বছর ১একর জমিতে পাট চাষ করেছেন। তিনিও একই সমস্যার কথা উল্লেখ করে বলেন প্রতি একর জমিতে বর্তমানে উৎপাদন খরচ ২৫ হাজার টাকার বেশি। ভাল ফলন হলে একর প্রতি পাওয়া যায় ২৪-২৫মন। আর কিছুদিন পরে পাট কাটা শুরু হবে। প্রথম দিকে বাজারে প্রচুর পাট আমদানি হওয়ার ফলে কৃষকদের ভাল মানের পাট দেড় হাজার টাকার বেশি বিক্রি করা যায় না বলে জানান কান্তি বিশ্বাস।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন