শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রাম সফর করবে ইংলিশরা : ইংল্যান্ডের সফরসূচী চ‚ড়ান্ত

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১০ সালের পর ৫ বছর অপেক্ষার পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ২ ম্যাচের টেস্ট, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছে ইংল্যান্ড দল। সফরে ওয়ার্ম ম্যাচ এখনো ঠিক হয়নি। সর্বশেষ বোর্ড সভায় বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটি  ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী ৪ অক্টোবর ফতুল্লায় একটি ওয়ানডে ওয়ার্ম আপ ম্যাচ এবং টেস্ট সিরিজকে সামনে রেখে একই ভেন্যুতে আগামী ১৫-১৮ অক্টোবর একটি তিন দিনের ম্যাচ বরাদ্দ রাখলে প্রস্তুতি ম্যাচের সূচি রদবদল হতে পারে। তবে আপাততঃ সফরের তিনটি একদিনের ম্যাচ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগামী  ৭ ও ৯ অক্টোবর ওয়ানডে সিরিজের প্রথম ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সফরের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। সফরের প্রথম টেস্টটি মাঠে গড়াবে চট্টগ্রামের একই ভেন্যুতে, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর, সফরের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বরে। তবে বিসিবি যে সূচি অনুমোদিত করেছে সর্বশেষ বোর্ড সভায়, তাতে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা যথাক্রমে ৮, ১০ ও ১৩ অক্টোবর, টেস্ট ২টি অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে ২১-২৫ অক্টোবর এবং ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর। ইসিবি চট্টগ্রাম সফরে সম্মতির কথা জানানোয় এই সফরসূচি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন