শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সান্টোকির অপরাধ খূঁজে পায়নি বিসিবি

অস্বাভাবিক ‘নো’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে পর পর দুটি অস্বাভাবিক বল করেন সিলেট থান্ডারের ক্যারিবিয়ান পেসার ক্রিসমার সান্টকি। বিশাল ওয়াইডের পর প্রায় এক হাত লম্বা ওভারস্টেপে ‘নো বল’ করায় তৈরি হয় সন্দেহ। এই ‘নো বল’ নিয়ে বিসিবির এন্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে জেরা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, ‘সান্টোকিকে লম্বা সময় ধরে জেরা করেছে এসিইউ। তার ট্র্যাক রেকর্ড ঘাটাঘাটি করেছে। আমি যত দ‚র জানি এরমধ্যে তারা প্রতিবেদনও বোর্ডে জমা দিয়েছে। সেখানে কি আছে তা অবশ্য বলতে পারছি না।’ তবে সান্টকির কোন রিপোর্ট পাননি বলে জানান সিলেট থান্ডারের প্রধান নির্বাহী রিয়াজউদ্দিন রোহান।

সান্টোকির নো বল নিয়ে সংবাদমাধ্যমে সন্দেহ প্রকাশ করেছিলেন স্বয়ং সিলেটের বিসিবি মনোনীত পরিচালক তানজিল চৌধুরী। তিনি সান্টোকির বিষয়টি তদন্ত করতে অনুরোধও করেন বিসিবিকে। তারই প্রেক্ষিতে করা এই জিজ্ঞাসাবাদে কী বেরিয়ে এসেছে, সেটি জানতে চাইলে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, কোনো খেলোয়াড়ের ব্যাপারে তাঁদের কাছে এমন কোনো তথ্য আসেনি যেটির ওপর ভিত্তি করে তাঁকে অপরাধী বলা যায়, ‘যেকোনো বিষয় যৌক্তিক সন্দেহ হলে তারা (দুর্নীতি দমন শাখা) তদন্ত করে। তাদের কাছে হয়তো ওভাবে কিছু চোখে পড়েনি বলে আমাদের কাছে আসেনি। এ ধরনের বিষয়ে হয়তো তারা গুরুত্বপ‚র্ণ কিছু পায়নি বলে আমাদের কাছে আসেনি। পত্রিকায় ও সামাজিক মাধ্যমে নানা লেখা দেখে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করেছে। যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ থাকলে সাধারণত আমাদের পর্যন্ত আসে। না থাকলে আসে না। আমাদের ধারণা এখানে সে রকমই কিছু হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন