সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ শুরু সিডিএফ কিশোর ফুটবল

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মেধাবী ফুটবলারের খোঁজে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেবে ১৪টি দল। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পৃষ্ঠপোষকতায় লিগ পদ্ধতিতে চলবে এই টুর্নামেন্ট। প্রতিটি গ্রæপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। এরপর সেমি ফাইনাল ও ফাইনালসহ মোট ২৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে আজ উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় মাদারবাড়ি মুক্তকণ্ঠ খেলবে পাহাড়তলী একাদশের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে ফরিদ ফুটবল একাডেমি খেলবে বাংলাদেশ বয়েস ক্লাবের বিপক্ষে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিডিএফএ’র সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদু দুলাল জানিয়েছেন এ তথ্য। সাংবাদিক সম্মেলনে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় আশিষ ভদ্র, টুর্নামেন্টের যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ, স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য ইসা মুছা বাবুল বক্তব্য রাখেন। এবারের টুর্নামেন্টের বাজেট হচ্ছে ৩ লক্ষ টাকা। তার মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা স্পন্সর প্রতিষ্ঠান বহন করবে। টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করে তাদেরকে তিন মাসের প্রশিক্ষণ দেয়া হবে। সাত সদস্য বিশিষ্ট এ প্রশিক্ষণের আহŸায়ক থাকছেন সাবেক জাতীয় তারকা খেলোয়াড় আশিষ ভদ্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন