সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাজশাহীতে দ্যুতি ছড়ালেন চট্টগ্রামের সিবগাত

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রামের ছেলে সৈয়দ সাকের মুহাম্মদ সিবগাত উল্লাহ শিরোপা অক্ষুণœ রেখেছে। গত বছর শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় শিরোপা পাওয়ার পর এবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৫তম ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে বালক একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম জে এম সেন স্কুল এন্ড কলেজের হয়ে থানা, জেলা, উপ-অঞ্চল ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রত্যেক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সিবগাত উল্লাহ জাতীয় জুনিয়রেও চ্যাম্পিয়ন। উল্লেখ্য, সিজেকেএস’র প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ারর আলমের ৪র্থ সন্তান সিবগাত সদ্য সমাপ্ত জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের’১৫ বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে। সে ৮ম বাংলাদেশ গেমসের ২০১৩ ব্যাডমিন্টনে স্বর্ণ পদক বিজয়ী সৈয়দ সালেহ মুহাম্মদ সাজ্জাদ উল্লাহ ও শ্যূটিংয়ে স্বর্ণ পদক বিজয়ী সৈয়দা সাদিয়া সুলতানার ছোট ভাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন