শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জয়েই বছর শেষ লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ পিএম

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স কঠিন পরীক্ষায় ফেললেও সাদিও মানের একমাত্র গোলে প্রত্যাশিত জয়ে বছর শেষ করেছে লিভারপুল। অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে এগিয়ে গেছে ১৩ পয়েন্টে।
ম্যাচের ৪২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় লিভারপুলের। নিজেদের সীমানা থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে হেডে সামনে বাড়াতে চেয়েছিলেন অ্যাডাম লালানা, পারেননি। বল তার কাঁধে লাগার পর ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান মানে। রেফারি শুরুতে হ্যান্ডবলের বাঁশি বাজিয়েছিলেন, তবে ভিএআরের সাহায্যে পরে সিদ্ধান্ত বদলান তিনি। আসরে সেনেগালের ফরোয়ার্ডের এটি দশম গোল, লিভারপুলের পক্ষে যা সর্বোচ্চ।
বিরতির খানিক আগে কর্নার থেকে বল পেয়ে জালে জড়িয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। কিন্তু এবারও ভিএআরে কপাল পুড়ে উলভারহ্যাম্পটনের। অফসাইডের বাঁশি বাজান রেফারি।
১৯ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা লেস্টারের পয়েন্ট ৪২। ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন