ভারতের টেলিভিশন অনুষ্ঠানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার আগামী চলচ্চিত্র ‘ফিতুর’র প্রচারে সম্প্রতি এ রিয়েলিটি শো’তে উপস্থিত হওয়ার সময় তিনি এই আগ্রহ প্রকাশ করেছেন।
৩২ বছর বয়সী অভিনেত্রীটি সংবাদ মাধ্যমকে বলেন, “অভিজ্ঞতা খুব ভালো। আজ টিভি সবচেয়ে বড় প্ল্যাটফর্মের একটি। আমার মনে এসেছে আমিও টিভিতে কাজ করতে পারি।”
“আমি জানি না তার ধরন কী হবে, মোয়ের বিচারক নাকি টক শো উপস্থাপক। টিভি খুব আকর্ষণীয় মাধ্যম। আমার মনে এটি নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে। আমি টিভিতে আকর্ষণীয় বিষয়বস্তু পেলে কাজ করতে চাই,” তিনি বলেন।
‘ফিতুর’ চলচ্চিত্রটিতে ক্যাটরিনা আদিত্য রায় কাপুরের বিপরীতে অভিনয় করেছেন। তার আগামী চলচ্চিত্রের একটি রণবীর কাপুরের বিপরীতে ‘জাগগা জাসুস’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন