রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ক্যামেল ব্যাট’-এর কামাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অভিনব এক ব্যাট দিয়ে আলোচনায় আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খান। গতপরশু টুর্নামেন্টে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচে ঢেউ খেলানো ব্যাট ব্যবহার করেন রশিদ। অভিনব এই ব্যাটের উল্টো দিকটি অনেকটা উটের কুঁজোর মতো ঢেউ খেলানো। যা দেখে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট, ব্যাটটির নাম দিয়েছে ‘ক্যামেল ব্যাট’। অভিনব এই ব্যাটেই কামাল দেখিয়েছেন আফগান তারকা। ১৬ বল খেলে ২টি করে চার-ছক্কায় ২৫ রান করেছেন রশিদ। তার ক্যামিওতে ৬ উইকেটে ১৫৫ রান তোলে অ্যাডিলেড। ‘ক্যামেল’ ব্যাটে চমক দেওয়ার পাশাপাশি আফগান ঘূর্ণি জাদুকর স্বভাবসূলভ ভেল্কি দেখিয়েছেন বল হাতেও। ৪ ওভারে ১৫ রান খরচায় শিকার ২টি। আর তাতে ৮ উইকেট হারিয়ে রেনেগেডস থামে ১৩৭ রানে। ১৮ রানে ম্যাচটি জিতে নেয় অ্যাডিলেড।
রশিদকে এই অভিনব ব্যাটে ব্যাটিং করতে দেখে এবার তাকে আইপিএলেও এমন ব্যাট ব্যবহারের অনুরোধ জানিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। টুইট করে এসআরএইচের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আইপিএল ২০২০তে রশিদকে আমরা এই ব্যাটেই খেলতে দেখতে চাই।’ এখন দেখার বিষয়, রশিদের এই ‘ক্যামেল ব্যাট’ আইপএলেও কি কামাল দেখায়!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন