শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডোমিঙ্গোর পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ২:৪১ পিএম

জানুয়ারির শেষের দিকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার ইস্যুতে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্ট খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু দাবি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফর ঘিরে সিদ্ধান্ত এখনো ঝুলে থাকলেও পাকিস্তানে যেতে আপত্তি নেই টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আগেই জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চাচ্ছে বাংলাদেশ। তারপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছিলেন, পাকিস্তানের কড়া নিরাপত্তার মাঝে ‘হাপিত্যেশ করে’ টেস্ট সিরিজ খেলা কষ্টকর, তাই এখন পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ। খেলোয়াড় ছাড়াও কোচিং স্টাফের মতামতও নিতে হবে এই সফরের আগে, যে তারা যেতে ইচ্ছুক কিনা।


এরপরই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ক্রিকবাজকে জানিয়েছেন, পাকিস্তান সফরে যেতে তার কোনো অসুবিধা নেই।

ডোমিঙ্গোর ভাষায়, ‘আমি যতদূর শুনেছি, টিম ম্যানেজমেন্টের কয়েকজন যেতে চাচ্ছেন না। কিন্তু আমাদের (বাংলাদেশের) যদি এই সফরটা নিশ্চিত হয়, তাহলে আমি যাচ্ছি।’

তবে এই ব্যাপারে বেশি কিছু বলতে রাজি হননি এই দক্ষিণ আফ্রিকান। বোর্ডের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মানেন তিনি, ‘আমার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরেই আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। আমাদের আগে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে হবে এবং বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন