শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাফুফেকে বিশাল অঙ্কের জরিমানা ফিফার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ কাতার ম্যাচে মাঠের মধ্যে দর্শক প্রবেশ করায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। একই সঙ্গে বাফুফের ১৯ কোচের ১৫ জন নিয়মিত উপস্থিত না থাকায় তিন মাসের বেতন ২৮ হাজার ডলার কেটে নিচ্ছে ফিফা। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এসব তথ্য জানান ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
বাফুফেতে ১৯ জন কোচ আছেন। যাদের বেতন সরাসরি দিয়ে থাকে এএফসি। এরমধ্যে ১৫ জন গরহাজির থাকায় এএফসি শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে বেতন কেটে নিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম বলেছেন,‘গ্যালারির দর্শকরা ফেন্সিংয়ে ওঠার কারণে আমাদের জরিমানা করেছে ফিফা। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়া ম্যাচে ঢাকাতেই একই কারণে জরিমানা গুনতে হয়েছিল। আমাদের দর্শকদের এ নিয়ে আরও সচেতন হতে হবে। তা নাহলে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে।’
কোচদের বেতন কাটা নিয়ে এই কর্মকর্তার ব্যাখ্যা,‘কোচরা হয়তো অনেক সময় কাজে থাকার সময় সময়মতো হাজিরা খাতায় সই করতে পারেননি।এজন্য এএফসি বেতন কেটেছে। এ বিষয়ে সবার সচেতন হতে হবে।’
এসময় আব্দুস সালাম মুর্শেদী ম্যারাডোনার বাংলাদেশে আসার তথ্যটিও নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবে বাফুফে। মুজিববর্ষের মধ্যেই আনা হবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়োগো ম্যারাডোনাকে। সাবেক বিশ্বকাপ জয়ী এ ফুটবলার দুইদিন থাকবেন বাংলাদেশে। আগামী ৪ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো উন্মোচন করা হবে। এবারের আসরে বাংলাদেশসহ অংশ নেবে মোট ৬ দল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন