মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মহিবুল বিমানে থাকছেন আরো এক বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হককে এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আগামী ৫ জানুয়ারি মহিবুল হকের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পিআরএল স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন তিনি। এরপর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়েই পদায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তোফাজ্জল। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন।
এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) কাজী রওশন আক্তার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহারকে তথ্য সচিব পদে বদলি করেছে সরকার। অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছাকে পদোন্নতি দিয়ে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই নিয়োগ দেয়া হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন