স্টাফ রিপোর্টার : ২০০৯ সালে ফারহানা মিলি অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো। সে বছরই বাংলা লিংকের বিজ্ঞাপনে বধূবেশে একটি বিজ্ঞাপনে সর্বশেষ মডেল হয়েছিলেন মিলি। এরপর মাঝে কেটে গেছে ছয় বছর। এই ছয় বছরে ফারহানা মিলি বহু বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু পছন্দ হয়নি বলে করা হয়নি। তাই নতুন কোন বিজ্ঞাপনে মডেল হিসেবে তাকে দেখা যায়নি। এই ছয় বছরে নতুন কোন চলচ্চিত্রেও অভিনয় করেননি তিনি। ‘সীমান্তের চড়–ইভাতি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও নিজেকে সরিয়ে নেন মিলি। তবে ছয় বছর পর আবারো নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ‘মনপুরা’র পরীখ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। রাফি মুহাম্মদের নির্দেশনায় শ্রীলঙ্কান কোম্পানীর ‘মিল্কাস বিস্কুট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘রাফি মুহাম্মদ আমার সহপাঠী। তার বিজ্ঞাপনের কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া নির্মাতার পূর্বের কাজগুলো সম্পর্কে আমি অবগত। তাই সব জেনে বুঝেই আমি কাজটি করেছি এবং আমি কাজটি করে তৃপ্ত, মুগ্ধ। আশাকরি দর্শকেরও ভালোলাগবে।’ পরিচালক রাফি মুহাম্মদ জানান শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। ছোটবেলায় তারিক আনাম খানের নির্দেশনায় পেপসির বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ফারহানা মিলি। এরপর বড় হয়ে অমিতাভ রেজার নির্দেশনায় ‘সোহাগ চেয়ার কোচ বাস’, ‘একটেল’, তারিক আনাম খানের ‘গ্রামীণফোন’র বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছিলেন। দর্শকপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি অভিনীত ধারাবাহিক নাটক নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’ এনটিভিতে, অরন্য আনোয়ারের ‘দহন’ এটিএন বাংলায়, আলভী আহমেদ’র ‘শূন্য থেকে শুরু’ আরটিভিতে। আসছে ফেব্রæয়ারিতে এনটিভিতে প্রচার শুরু হবে ফরিদের ‘পাগলা হাওয়ার দিন’। এরইমধ্যে চ্যানেল আইতে প্রচার শেষ হয়েছে তার অভিনীত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘একজন মায়বাতী’ ও বাংলাভিশনে শেষ হয়েছে মোশাররফ করিম প্রযোজিত ‘তিনি আসবেন’।
ছবিঃ মিলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন