বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যেখানে রোনালদোই প্রথম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ৩:১৮ পিএম

রেকর্ড দিয়ে নতুন বছর শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের প্রথম ‌ম্যাচে জুভেন্তাস ফরোয়ার্ড দারুণ এক হ্যাটট্রিক করেছেন। ৩৪ বছর বয়সী এই তারকার ট্রেবলে অ্যালিঞ্জ স্টেডিয়ামে ক্যালিয়ারির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তুরিনের বুড়িরা। হ্যাটট্রিকে নতুন বছর শুরু করার পথে অনন্য এক কীর্তি গড়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ বছর ধরে প্রতিবার অন্তত একটি করে গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
‘ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের’ অফিসিয়াল টুইটারের তথ্যমতে, ২০০৩ থেকে ২০২০ সাল পর্যন্ত লিগ ফুটবলে অনন্য এই কীর্তি গড়েন রোনালদো।
একই রাতে হ্যাটট্রিক করে সেরি আ-তে নতুন ইতিহাসও গড়া হয়ে গেছে রোনালদোর। ইতালিয়ান ফুটবলের ইতিহাসে প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ৩৬ লিগ হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলারও সাবেক রিয়াল তারকা। ২০০৮ সালের পরে লিগে এত হ্যাটট্রিক কেউ পাননি। মেসির লিগ হ্যাটট্রিক ৩৪টি। আর তিনে থাকা সুয়ারেজের হ্যাটট্রিক মাত্র ১৬টি। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এটি সিআরসেভেনের ৫৬তম হ্যাটট্রিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন