শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার সালাহকে হারালেন মানে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

দু:খটা যেন মোহাম্মদ সালাহকে কড়ায় গÐায় ফেরত দিয়ে দিলেন সাদিও মানে। ২০১৭ ও ২০১৮ সালে সালাহর কাছে হেরেছিলেন, কিন্তু এবার সেই সালাহকেই পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন মানে। টানা তৃতীয়বার বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় হওয়া থেকে বঞ্চিত করতে সালাহকে ১৫২ ভোটে হারিয়েছেন তারই লিভারপুল সতীর্থ।

আফ্রিকার সব দলের কোচ ও অধিনায়কদের ভোটে বিজয়ী হন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ও সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ ফাইনালে তোলা মানে পান ৪৭৭ ভোট। সালাহ ৩২৫ ভোটে দ্বিতীয়, আর ২০১৬ সালের বর্ষসেরা রিয়াদ মাহরেজ ২৬৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

আল হাজি দিওফের পর দ্বিতীয় সেনেগালিজ হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন ২৭ বছর বয়সী মানে। মিসরের হুরগাদায় আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বার্ষিক আয়োজনে অ্যাওয়ার্ড হাতে পান লিভারপুল ফরোয়ার্ড। উচ্ছ¡সিত কণ্ঠে মানে বলেছেন, ‘ফুটবল আমার ভালোবাসা, আমি সত্যিই অনেক খুশি এবং এই পুরস্কার জিতে গর্বিত। সেনেগালের সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। তারাই আমাকে এতদ‚র নিয়ে এসেছে। আমার কোচ (সেনেগাল) আলিও সিসে ও লিভারপুলের সব সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন