রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু না থাকলে এদেশ স্বাধীন হতো না -কুসিক মেয়র

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৫:২৪ পিএম

কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বঙ্গবন্ধুর জন্যই দেশে স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু না থাকলে এদেশ স্বাধীন হতো না। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মেয়র সাক্কু আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে নগরভবনে এই প্রথম স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। শুক্রবার এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেয়র সাক্কু বলেন, আমি যেই রাজনৈতিক দলই করি, বাস্তবতাকে আমি বিশ্বাস করি, সম্মান করি। বঙ্গবন্ধু এদেশ ও জনগণের জন্য জেল, জুলুমের শিকার হয়েছেন। এই মানুষটিরই জন্যই দেশ স্বাধীন হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রসঙ্গে মেয়র সাক্কু বলেন, সিটি করপোরেশন প্রতি বছরের ন্যায় এবারেও নগরীতে নির্দিষ্ট বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজটি সাফল্যের সাথে সম্পন্ন করবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে কুসিকের নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া জানান, ১১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৫৬টি কেন্দ্রে ৫৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করপোরেশনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের সহযোগী সংস্থার মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক শিক্ষক বিভাগ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক ও রোটারী ক্লাব। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, কুসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া উপস্থিত ছিলেন।

e½eÜz bv _vK‡j G‡`k ¯^vaxb n‡Zv bv -KzwmK †gqi

÷vd wi‡cvU©vi, Kzwgjøv †_‡K:

Kzwgjøv wmwU Ki‡cv‡ikb †gqi gwbiæj nK mv°z e‡j‡Qb, e½eÜzi Rb¨B †`‡k ¯^vaxbZv G‡m‡Q| e½eÜz bv _vK‡j G‡`k ¯^vaxb n‡Zv bv| e„n¯úwZevi we‡K‡j bMi fe‡bi Kbdv‡iÝ iæ‡g RvZxq wfUvwgb ÔGÕ cøvm K¨v‡¤úBb Dcj‡ÿ Av‡qvwRZ ‡cÖm weªwds‡q wZwb GK_v e‡jb| †gqi mv°z AviI e‡jb, e½eÜz †kL gywReyi ingv‡bi Rb¥ kZevwl©Kx‡K mvg‡b †i‡L bMife‡b GB cÖ_g ¯’vwcZ n‡q‡Q e½eÜz KY©vi| ïµevi GwUi AvbyôvwbK D‡Øvab n‡e| †gqi mv°z e‡jb, Avwg †hB ivR‰bwZK `jB Kwi, ev¯ÍeZv‡K Avwg wek¦vm Kwi, m¤§vb Kwi| e½eÜz G‡`k I RbM‡Yi Rb¨ †Rj, Ryjy‡gi wkKvi n‡q‡Qb| GB gvbylwUiB Rb¨B †`k ¯^vaxb n‡q‡Q| wfUvwgb ÔGÕ cøvm K¨v‡¤úBb cÖm‡½ ‡gqi mv°z e‡jb, wmwU Ki‡cv‡ikb cÖwZ eQ‡ii b¨vq Gev‡iI bMix‡Z wbw`©ó eq‡mi wkï‡`i wfUvwgb ÔGÕ K¨vcmyj LvIqv‡bvi KvRwU mvd‡j¨i mv‡_ m¤úbœ Ki‡e| wfUvwgb ÔGÕ cøvm K¨v‡¤úBb mdj Ki‡Z wZwb wcÖ›U I B‡jKUªwb· wgwWqvi mvsevw`K‡`i f~wgKv ivLvi AvnŸvb Rvbvb|

‡cÖm weªwds‡q Kzwm‡Ki wbe©vnx Kg©KZ©v Abycg eo–qv Rvbvb, 11 Rvbyqvwi kwbevi mKvj 8Uv †_‡K we‡Kj 4Uv ch©šÍ Kzwgjøv wmwU Ki‡cv‡ikb GjvKvi 156wU †K‡›`ª 56 nvRv‡ii †ewk wkï‡K wfUvwgb G K¨vcmyj LvIqv‡bv n‡e| wmwU Ki‡cv‡ik‡bi wfUvwgb G cøvm K¨v‡¤úBb Kvh©µ‡gi mn‡hvMx ms¯’vi g‡a¨ i‡q‡Q miKvwi cÖv_wgK wkÿK wefvM, Avievb cÖvBgvwi †nj_ †Kqvi cÖ‡R±, m~‡h©i nvwm wK¬wbK I ‡ivUvix K¬ve| †cÖm weªwds‡q wmwfj mvR©b mvR©b Kvh©vj‡qi †gwW‡Kj Awdmvi Wv. †mŠ‡gb ivq, Kzwm‡Ki fvicÖvß cÖavb ¯^v¯’¨ Kg©KZv© ‡gv. Avey mv‡qg f~Bqv Dcw¯’Z wQ‡jb|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ahammad ৯ জানুয়ারি, ২০২০, ৬:৪০ পিএম says : 0
জনাব,বঙ্গবন্দু দেশের স্বাধীনতা ছেয়েছিলেন নাকি প্রধান মন্ত্রীত্ব ছেয়েছিলেন ? সঠিক তর্থটি জানেন কি ? এবং জানাইবে কি ???
Total Reply(0)
salman ১০ জানুয়ারি, ২০২০, ৭:১৮ এএম says : 0
Nimok haram Cham chami sar. Ora Zia, B, Zia k Gala gal koray, Razakar bolay r tumi BNP'R Ticket a Meyeer hoiyaa DALALI koro
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন