ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের প্রচারণায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এমপিরা অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এতে ‘সবার জন্য সমান সুযোগ’ নষ্ট হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করতে ‘ইউ-নোট’ (আন-অফিসিয়াল নোট) দিয়েছেন মাহবুব তালুকদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বরাবর এই নোট দেন তিনি।
এতে মাহবুব তালুকদার বলেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচারকার্যে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন। এটি সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর লঙ্ঘন। এই বিধিমালায় উল্লেখ করা হয়েছে, অতি গুরুত্বপ‚র্ণ ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না। এমতাবস্থায় তারা কীভাবে এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তা বোধগম্য নয়। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপ‚র্ণ ব্যক্তি এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করলে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন