শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে হাজারো মানুষের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ৩:০৪ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার সকাল ১০ টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা লীগ, কৃষক লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্বাচিত অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও নানান পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।

পুস্পস্তবক অর্পণ করে ও ৭৫ সালে ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
পরে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন