শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

নিউইয়র্ক কনস্যুলেটে “মুজিববর্ষ”র ক্ষণগণনা শুরু

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৯:৫৯ এএম | আপডেট : ১২:৫৪ পিএম, ১২ জানুয়ারি, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উযদাপনের লক্ষ্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে ক্ষণ গণনা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে, কনস্যুলেটের হলরুমকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে এবং একটি আকর্ষনীয় ডিজিটাল স্ক্রলবার স্থাপন করা হয়েছে। একইসাথে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’পালন করা হয়েছে। ইতোমধ্যেই, ১৭ মার্চ থেকে সামনের বছরের ১৭ মার্চকে‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণ এই দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে, ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। বঙ্গবন্ধু, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধিও জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন