শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসির অবসরে বাংলাদেশ ক্রিকেটেও হতাশা

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’পায়ের জাদুতে বশ করেছের অবাধ্য ফুটবলকে। শৈল্পিক কারুকার্যে মুগ্ধ করেছেন বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থককে। নামের পাশে বসিয়েছেন রেকর্ডের পর রেকর্ড, জিতেছেন অসংখ্য শিরোপা, তবে লিওনেল মেসির এর সবটাই যেন ক্লাব ফুটবলকে ঘিরে। জাতীয় দলের হয়ে ফুটবল ক্ষুদে জাদুকরের হাতটা যে একেবারেই শূন্য! গত তিনটি বড় আসরÑ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আর এবারের শতবর্ষী কোপার ফাইনালে ওঠা এবং শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা যেন আর নিতে পারেননি মেসি। বুকে জমানো সেই আক্ষেপেই মাঠ থেকে আকাশি-নীল জার্সিটাকে বিদায়ই বলে দিলেন বার্সা মহাতারকা। যদিও তাকে ফেরানোর সব রকম চেষ্টাই চলছে। ভক্ত থেকে শুরু করে আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা, এমনকি দেশটির প্রেসিডেন্ট মরিসিও মার্সিও আবেগঘন আহ্বান জানিয়েছেন ক্ষুদে জাদুকরকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে। মেসি সেখান থেকে সরবেন কিনা সেটা সময়ই বলে দেবে, তবে মাত্র ২৯ বছর বয়সী এই তারকার অবসরের ঘোষণায় হতাশা ভর করেছে ১৭ হাজার কিলোমিটার দূরত্বের বাংলাদেশেও। এদেশে তার ভক্তের সংখ্যা অগণিত। সেই অগুন্তি মানুষের ভিড়ে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারাও। তার আচমকা বিদারক এমন সিদ্ধান্তে রাজ্যের হতাশা নেমে এসেছে টাইগার শিবিরেও। বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা আল-আমিন হোসেন লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা প্রথমে শুনার পর নিজ কানকে বিশ্বাস করতে পারেননি জানানোর পাশাপাশি বিষয়টি হতাশার জানিয়ে বলেন, ‘আমি সব সময় চেয়েছি মেসির নামের পাশে কমপক্ষে একটি বিশ্বকাপ যুক্ত হোক। তার অবসরের পর মেসিবিহীন আর্জেন্টিনা দল আর আগের মতো থাকবে না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
মেসির অবসরের খবরে গত বিশ্বকাপে বাংলাদেশ অ.১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও ঝড়ের আক্ষেপ। তিনি বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসির এত অল্প বয়সে অবসরে যাওয়ার বিষয়টি হতাশার। এতে শুধু আর্জেন্টিনারই ক্ষতি হবে না বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই ক্ষতির কারণ হবে।’ শুধু তাই নয়, ব্রাজিল সমর্থক হলেও ক্ষুদে জাদুকরের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে এভং এটা মেসির ভুল পদক্ষেপ উল্লেখ করে নিজের ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা রুবেল হোসেন লিখেন, ‘মেসির কাছ থেকে ফুটবলভক্তরা আজকের ম্যাচে জয় দেখতে চেয়েছিল,কিন্তু সে কিনা এই পরাজয়ের দিনেও আরেকটা পরাজয়ের কথা জানালেন। আমি মনে করি এটা তার ভুল সিদ্ধান্ত!’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন