শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপা খরা কাটিয়ে উল্লসিত আবাহনী শিবির

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ৫ বছর পর শিরোপা খরা কাটিয়ে এখন উল্লসিত ঢাকা আবাহনী শিবির। ২০১১ সালে সুপার কাপ জেতার পর এতদিন শিরোপা শূন্য ছিল চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এর আগে ২০১০ সালে শেষবার আবাহনী লিমিটেড ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিলো। দীর্ঘ বিরতিতে আবার ফেডকাপের ট্রফি উঠলো আকাশি-হলুদ শিবিরে। সোমবার ওয়ালটন ফেডারেশন কাপের  ফাইনালে বদলে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে কাঙ্খিত শিরোপা জয় করে আবাহনী। অথচ টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই আরামবাগের কাছে হেরেই আসর শুরু করেছিলো অভিজাতপাড়ার দলটি। ফলে ফাইনালে জয় পেয়ে শিরোপা জেতার পাশাপাশি মধুর প্রতিশোধও নিলো অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান শিষ্যরা। এখন নতুন একটি সোনালী শিরোপা চক চক করছে আবাহনীর শোকেসে। খেলোয়াড়রা শিরোপা খরা কাটিয়ে এমন আনন্দময় সময় এনে দেয়ায় এখন উৎসবে রূপ নিয়েছে আবাহনী ক্লাব প্রাঙ্গণে। কিন্তু ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে সোমবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ধানমন্ডিস্থ ক্লাব প্যাভিলিয়নে ফেরার পর রমজানের জন্য হয়তো উচ্ছ্বাস অতটা উৎসবে রূপ নিতে পারেনি আবাহনীর। তবে ঈদুল ফিতরের পর সেই উৎসব পালিত হবে বলে জানান ক্লাবের ফুটবল ম্যানেজার সত্যজিতৎ দাস রুপু। তিনি গতকাল বলেন, ‘রোজার মাস বলে আমরা এখন আর কোনো আনন্দ উদযাপন করছি না। আশা করি ঈদের পরেই অনুষ্ঠান করে সেই উৎসব পালন করবো।’ আবাহনী ক্লাব সূত্রে জানা গেছে, ফেডারেশন কাপের শিরোপা জেতার কারণে আজ ফুটবলারদের বোনাস দেয়া হতে পারে। আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ সেই বোনাস দেবেন। সূত্র আরও জানায়, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা আরিফুলদের জন্য ১৫ লাখ টাকা বোনাস ঘোষণা দেয়া ছিল। কিন্তু ওই টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আবাহনী। তাই সেই বোনাসের অর্থ এবার ফেডারেশন কাপে শিরোপা জয়ী আরিফুলদের দেয়া হতে পারে। ফুটবলাররা এখনো ক্লাব টেন্টে রয়েছেন। ৪ জুলাই তাদেরকে ঈদের ছুটি দেয়া হবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন