শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মুম্বাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের লজ্জার হারেই শেষ হয়নি ভারতের দুর্ভোগ। ঋষভ পন্তের চোট তাদের কাছে আরেকটি ধাক্কা। মাথায় আঘাত পেয়ে আগামীকাল রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৪৪তম ওভারে প্যাট কামিন্সের খাটো লেংথের বল পুল করতে চেয়েছিলেন পন্ত। কিন্তু পারেননি, ‘টপ এজ’ নিয়ে হেলমেটে লেগে বল চলে যায় পয়েন্টে থাকা অ্যাশটন টার্নারের হাতে।

২৮ রান করে ফিরে আসা পন্ত অস্ট্রেলিয়ার ইনিংসে গøাভস হাতে নামতে পারেননি। উইকেটকিপার ছিলেন লোকেশ রাহুল। মাথায় আঘাতের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে পন্তকে। আগামীকাল রাজকোটে তার দ্বিতীয় ওয়ানডে খেলার সম্ভাবনা শেষ। গতকাল বিসিসিআই’র একটি স‚ত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘আজ রাজকোটে যেতে পারছেন না ঋষভ পন্ত। দলের সঙ্গে পরে যোগ দেবেন। সাধারণত মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়কে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন