বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ঘাসের ট্র্যাকেও সেরা শিরিন-ইসমাইল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম


বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আসরের নাম রাখা হয়েছে মুজিববর্ষ-২০২০ ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এমএ আজিজ স্টেডিয়ামে মাদার অব ইভেন্ট এ প্রতিযোগিতার পর্দা উঠেছে গতকাল। এ আসরের পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম দিনে ১০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। পর্দা উঠলেও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

গতকাল দিনের প্রধান ইভেন্ট ১০০ মিটার দৌড়ে পুরুষ ও মহিলা বিভাগে দ্রæততম মানব ও মানবী মুকুট পড়েছে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষ বিভাগে এম ইসমাইল ও মহিলা বিভাগে শিরিন আকতার প্রথম হয়েছেন। ইসমাইল গত বছরের জানুয়ারিতে ৪২তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম হলেও সে বছর আগস্টে সামার মিটে সেনাবাহিনীর হাসান মিয়ার কাছে হেরে যান। কিন্তু হেরে গিয়েও ইসমাইলের মনোবল ভেঙ্গে পড়েনি। চট্টগ্রামের এবারের আসরে হাসান মিয়াকে পরাস্ত করে ইসমাইল আবার হয়েছে দ্রæততম মানব। ঘাসের মাঠে দৌঁড়াতে কোন সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ট্র্যাক ও ঘাসের মাঠের রয়েছে পার্থক্য। ট্র্যাকে টাইমিংও ঠিক থাকে এবং ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ঘাসের মাঠে টাইমিংয়ের হেরফের হয় এবং ইনজুরির সম্ভাবনা থাকে বেশি। তাই ঘাসের মাঠে দৌঁড়াতে গিয়ে সমস্যাও হয়েছে। মহিলা বিভাগে দ্রæততম মানবী শিরিন আকতার বলেন, ‘একনাগাড়ে টানা ১০ বছর প্রথম হয়ে চলেছি। তাই আনন্দ একটু আলাদাই থাকছে। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামে দৌঁড়াতে এসে সেরা হওয়ায় খুবই ভাল লাগছে, তাও আবার ঘাসের মাঠে। ট্র্যাক ও ঘাসের মধ্যে পার্থক্য থাকলেও দৌঁড়াতে তেমন সমস্যা হয়নি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন