বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালে যুবলীগ কার্যালয় সহ পাঁচটি দোকান ভষ্মিভূত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ৭:৩৪ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ফরিদপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয় সহ পাঁচটি দোকান ঘর। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিকান্ডে ইছাপুরা বটতলা নামকস্থানের জাফর সিকদারের ভাড়াটে মার্কেটে ইউনিয়ন যুবলীগের কার্যালয় সহ কাওছার মৃধার মালিকানাধীন পেট্রোলের দোকান সহ রাইস মিল, স্ব-মিল সহ পাঁচটি দোকান ভষ্মিভূত হয়েছে। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে এসব দোকান ঘর ও যুবলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পার্শ^বর্তী বাড়ির বাসিন্দা কাওছার মৃধা জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখে রাস্তায় বের হন। এসময় তার পাশ দিয়ে স্থানীয় মাদকসেবী রনি মোল্লা, লিয়ন ও সাইফুল ইসলাম দেঁৗঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পেট্রোলের দোকান থাকায় আগুনের লেলিহান শিখায় তার পাঁচটি দোকান ও যুবলীগ কার্যালয়টি সম্পূর্ণ ভস্মিভূত হয়। কাওছার মৃধা জানান, কিছুদিন আগে এলাকার চিহ্নিত মাদকসেবী রনি মোল্লা, লিয়ন ও সাইফুল ইসলাম গাঁজা সহ পুলিশের হাতে আটক হয়। এতে তারা আমাকে সন্দেহ করে। যে কারণে তারা আক্রোশ বশত আমার ছোট ভাই নাঈম মৃধাকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছুরিকাঘাত করে আহত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন