দেশের ফুটবলের যখন স্বর্ণালী দিন ছিল তখন হাজারো দলের অংশগ্রহণে মাঠে গড়াতো জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু তা এখন অতীত। দেশের ফুটবল উন্নয়নের জন্য যতই গলাবাজি করুক না কেন, তৃর্ণমূল পর্যায়ে কাজ করতে যেন পুরোটাই ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার প্রমাণ এবারের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলছে মাত্র ৫২টি স্কুল! দেশের আটটি ভেন্যুতে ৫২ জেলার একটি করে স্কুলকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।
গতকাল বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিজন বড়–য়া। সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ক্ষুদে খেলোয়াড়দের এই ফুটবলযজ্ঞে এবার স্কুলের সংখ্যা কম হওয়ার একটি ব্যাখ্যা দেন, ‘হাজার হাজার স্কুলকে নিয়ে টুর্নামেন্ট করার মতো এতবড় বাজেট অবশ্য আমাদের কাছে নেই। তাই প্রতি জেলা থেকে একটি করে মোট ৫২টি স্কুলকে নিয়ে আমরা আয়োজন করছি এই টুর্নামেন্ট। তিনি যোগ করেন, ‘বাচ্চাদের স্কিল বাড়াতে ফুটবর খুবই প্রয়োজন। তাই আমাদের এই টুর্নামেন্ট করা।’
২০ জানুয়ারি ছয়টি ভেন্যুতে এবং ২১ ও ২৩ জানুয়ারি বাকিগুলোতে খেলা শুরু হবে। আট ভেন্যুর সেরা দল নিয়ে আগামী মাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। প্রত্যেকটি স্কুল অংশগ্রহণ ফি পাবে ১০ হাজার টাকা করে। প্রত্যেক ম্যাচের জয়ী দল তিন হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এছাড়া চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন দল এক লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন