শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেনাকে পেছনে ফেলল নৌ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

পর্দা নামল মুজিববর্ষের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শেষ হয়েছে অ্যাথলেটদের এই মিলনমেলা। ২১টি স্বর্ণ, ১৮ রৌপ্য ও ৮ ব্রোঞ্জসহ মোট ৪৭টি পদক জিতে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১৪টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জসহ মোট ৪২টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ১টি করে স্বর্ণ ও রৌপ্য জিতে তৃতীয় হয়েছে আনসার ভিডিপি। তিন দিনব্যাপী প্রতিযোগিতার শেষদিনে ১০ হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস প্রথমস্থান অর্জন করেন। এই ইভেন্টে সেনাবাহিনীর মো. সোহেল রানা-৩ দ্বিতীয় ও মো. আল আমিন-১ হয়েছেন তৃতীয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। কিন্তু এতে অংশ নেয়নি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) অনেক জেলা। স্বাগতিক চট্টগ্রামের অ্যাথলেটরা খেলেছেন ঠিকই তবে অনেকটা শূন্য হাতেই ফিরেছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন