শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নেইমারের সঙ্গে ব্রাজিলের অলিম্পিক দলে রাফিনিয়া, কস্তা

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ জয়ের লক্ষ্য পূরণে নেইমার, রাফিনিয়া, দগলাস কস্তাদের নিয়ে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। বার্সেলোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আলোচনা করে নেইমারকে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নয়, শুধু অলিম্পিকে খেলানোর সিদ্ধান্ত নেয়। তাই ২৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের অলিম্পিক দলে থাকাটা প্রত্যাশিতই ছিল। অলিম্পিক ফুটবলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে, তবে কোনো দলের কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় নিতে পারেন। ব্রাজিল দলের বেশি বয়সী অন্য দুই খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখের ২৫ বছর বয়সী উইঙ্গার কস্তা ও ৩৭ বছর বয়সী গোলরক্ষক ফের্নান্দো প্রাস। বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারের ক্লাব সতীর্থ রাফিনিয়া স¤প্রতি শেষ হওয়া কোপা আমেরিকার দলে শুরুতে ডাক পেয়েছিলেন; কিন্তু চোটের কারণে পরে তাকে সরিয়ে নেওয়া হয়।
এছাড়া ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসা ও গাব্রিয়েল জেসুস। এছাড়া আছেন পিএসজি ডিফেন্ডার মারকুইনিয়োস ও লাৎসিওর আক্রমণাত্মক মিডফিল্ডার ফেলিপে আন্ডারসন। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট।
ব্রাজিল অলিম্পিক দল
গোলরক্ষক : ফের্নান্দো প্রাস (পালমেইরাস), উইলসন (আতলেতিকো মিনেইরো), ডিফেন্ডার : লুয়ান (ভাস্কো দা গামা) রদ্রিগো কায়ো (সাও পাওলো), মারকুইনিয়োস (পিএসজি), দগলাস সান্তোস (আতলেতিকো মিনেইরো), জেকা (সান্তোস), উইলিয়ান (ইন্তারনাসিওনাল), মিডফিল্ডার : রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো দৌরাদো (ইন্তারনাসিওনাল), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), চিয়াগো মাইয়া (সান্তোস), ফেলিপে আন্ডারসন (লাৎসিও), ফরোয়ার্ড : নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), লুয়ান (গ্রেমিও)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন