ভারতের বিহার প্রদেশের শায়খুল হাদীস আল্লামা আবুল হাক্কানী গতকাল (সোমবার) নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। আল্লামা হাক্কানী জামেয়া সুন্নিয়ার শিক্ষা ব্যবস্থা ও সিলসিলার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরে আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমীর সভাপতিত্বে জামেয়ার শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে এক সভা মাদরাসা অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা মোহাম্মদ সোলাইমান আনসারী, আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মোহাম্মদ ছালেকুর রহমান আলকাদেরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন