শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ৯:৫০ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন পোহাতে গিয়ে আসমতি বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিন দিন আকাশে মেঘের কারণে বিরতীর পর রোববার বৃষ্টি হলে সোমবার ভোর থেকে জেলায় কনকনে শৈত্য প্রবাহ শুরু হওয়ার ফলে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটলে ঐদিনই দুপুরে বৃদ্ধা মৃত্যূর কোলে ঢলে পড়েন। নিহত বৃদ্ধা ওই এলাকার রওশন আলীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে প্রচণ্ড শীত নীবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন মা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে ডাক্তার তাকে ফিরিয়ে দেন। শরীরের বেশির ভাগ অংশ জ্বলে যাওয়ার কারণে তিনি ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় বেলা ৩ টার দিকে তিনি তাকে বহনকারী এম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার রাত ১০টায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য বর্তমান শীতে এ নিয়ে আগুন পোহাতে গিয়ে মৃৃত্যুর সংখ্যা দাঁড়ালে ৩ জন।এর আগে গত ডিসেম্বর মাসে ঠাকুরগাঁওয়ে কনকনে ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন