শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামে দগ্ধ ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 কর্ণফুলী নদীতে টাগ বোটের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে সৃষ্ট আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার নগরীর সদরঘাট থানার স্ট্যান্ড রোড সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- মো. মোজাম্মেল (২২), হায়দার আলী (৩০) ও মো. এরশাদ (২৪)। তিনজনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোজাম্মেলের অবস্থা আশঙ্কাজনক। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী বলেন, নদীতে লাবনী পাওয়ার-৩ নামে একটি টাগ বোটের ইঞ্জিন রুমে ঝালাইয়ের কাজ চলছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে শ্রমিকরা সিলিÐারের মুখ খোলা রেখে ভাত খেতে চলে যায়। এতে ইঞ্জিন রুমে গ্যাস জমে যায়। ফিরে এসে শ্রমিকরা ঝালাইয়ের জন্য ফের ম্যাচ জ্বালালে বিস্ফোরণ হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন