শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইফতার বাজারকে জীবাণুমুক্ত করতে লাইফবয়-এর প্রচেষ্টা

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শেষ হয়ে আসছে রমজান মাস। সংযম, শুদ্ধতা ও পরিচ্ছন্নতার এই পবিত্র মাসে প্রত্যেকের সুস্থ থাকা জরুরি। তাই রমজান মাসের শুরু থেকেই সবার জন্য ‘হেলথ অ্যান্ড হাইজিন ফ্যাক্টর’ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে লাইফবয়। রোজাদার মুসলিমদের মাঝে ঘরে বানানো ইফতারের পাশাপাশি বিভিন্ন ইফতার বাজার থেকে ইফতার কেনার প্রচলন রয়েছে। অনেকে হয়তো কর্মক্ষেত্র থেকে ফিরে ইফতার বানানোর সময় পান না বলে বাইরে থেকেই ইফতারের আইটেমগুলো কেনেন, আবার অনেকে পরিবার-বন্ধু সবাইকে নিয়ে বাইরে কোনো রেস্টুরেন্টে বসে ইফতার খেতে পছন্দ করেন। আবার এমনও আছে যে, অনেকে ঈদের শপিং করতে এসে ইফতারের আগে বাসায় ফিরতে পারেন না, তাই বাধ্য হয়েই বাইরে ইফতার করেন। এসব কারণ ছাড়াও চকবাজারের রকমারি ইফতার সবার মধ্যেই অনেক জনপ্রিয়, তাই প্রচুর ক্রেতা ইফতারের আগে এখানে ভিড় করে থাকেন। শুদ্ধতা ও পরিচ্ছন্নতার এই মাসে রোজাদার মানুষের সুস্থতা তাই অনেকাংশেই নির্ভর করে ইফতার বিক্রেতা এবং প্রস্তুতকারীদের হাতে। তারা ঠিকমতো হাত ধুয়ে পরিষ্কার করে ইফতার বানাচ্ছে কি-না, ইফতার পরিবেশনের সময় তাদের হাতে গ্লাভস আছে কি-না এসব বিষয়ে সবারই সচেতন থাকা জরুরি। নিজেদের সুস্থতা নিশ্চিত করতে বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরও পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক হতে হবে, ঠিকমতো হাত ধুয়ে জীবাণু মুক্ত করে নিয়ে ইফতার খেতে হবে। ইফতার ক্রেতা ও বিক্রেতাসহ সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয় নিয়েছে নানা উদ্যোগ। চলার পথে যেন রোজাদার মানুষেরা ইফতারের আগে লাইফবয় দিয়ে হাত ধুয়ে হাতকে জীবাণু মুক্ত করতে পারে সেজন্য ইফতার বাজারের আশেপাশে লাইফবয় স্থাপন করেছে হ্যান্ডওয়াশিং স্টেশন। চকবাজারসহ বিভিন্ন ইফতার বাজারে খাবার পরিবেশনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন দোকানে লাইফবয় বিতরণ করেছে গ্লাভস ও ব্যাগ। এছাড়াও বিভিন্ন ক্যাফে এবং রেস্টুরেন্টে খাওয়ার আগে সঠিকভাবে হাত ধোয়ার ব্যাপারে সবাইকে সচেতন করতে লাইফবয় বিতরণ করেছে বিশেষ বার্তা সম্বলিত টেবিল ম্যাট এবং টিস্যু হোল্ডার। রেস্টুরেন্টের পক্ষ থেকেও যেন সেখানে খেতে আসা মানুষের হাত ধোয়ায় বিষয়টি নিশ্চিত করা হয়। সেজন্য লাইফবয়-এর পক্ষ থেকে বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হয়েছে লাইফবয় হ্যান্ডওয়াশ জার। রেন্টুরেন্টের ওয়াশরুম এবং হাত ধোয়ার স্থানেও লাইফবয় স্থাপন করেছে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্বলিত পোস্টার, মিরর স্টিকার এবং হ্যান্ডওয়াশ ডিসপেন্সার। লাইফবয় বিশ্বাস করে, খাওয়ার আগে হাত ধুয়ে জীবাণু মুক্ত করে না নিলে জীবাণু চলে যেতে পারে হাত থেকে মুখে এবং এ কারণে যেকেউ হতে পারে অসুস্থ। এই বিষয়ে সবাইকে সতর্ক করা এবং সঠিকভাবে হাত ধোয়া, গ্লাভস পরে খাবার পরিবেশন করা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সবার সুস্থতা নিশ্চিত করাই লাইফবয়-এর এসব কার্যক্রমের উদ্দেশ্য। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন