শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের পুনঃ নিয়োগ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ হাবিবুর রহমানকে ১ জুলাই ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ মেয়াদকালের জন্য পুনর্নিয়োগ প্রদান করা হয়েছে। খ্যাতনামা ব্যাংকার মোঃ হাবিবুর রহমান ২০১৩ সালের ১ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের শীর্ষ দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ হাবিবুর রহমান বরিশাল জিলা স্কুল থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক, ১৯৭০ সালে বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে সম্মানসহ স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৪ সালে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মোঃ হাবিবুর রহমান দীর্ঘ কর্মজীবনে প্রশিক্ষণ ও পেশাগত কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ  পৃথিবীর ২৫টির অধিক দেশ ভ্রমণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন এসোসিয়েট সদস্য।-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন