চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮৩০। এই সংক্রমণ ঠেকাতে শহরবন্দি করা হয়েছে প্রায় ২ কোটি মানুষকে। ভাইরাসটি ছড়িয়েছে মূলত চীনের উহান শহর থেকে। চীন ছাড়াও থাইল্যান্ডে দুইজন, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই চীনের উহান শহর থেকে নিজ দেশে ফিরেছিলেন ।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখনও ১০৭২ জনের ব্যাপারে তারা শঙ্কিত। পরীক্ষা করা হচ্ছে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না। শুধু বৃহস্পতিবারেই এই ভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে।
চীন উহান ও নিকটবর্তী শহরের প্রায় ২ কোটি মানুষকে আলাদা করে ফেরেছে। শহরটিতে বন্ধ করা হয়েছে গণপরিবহন। শহর থেকে বের হওয়ারও অনুমতি মিলছে না বাসিন্দাদের। এখন পর্যন্ত ৮৩০ জনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে।
গত ২০ বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ দ্রæত সম্প্রসারিত হয়েছে।
মন্তব্য করুন