বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জৈব জ্বালানি চালিত এএন-৩২ অবতরণ করেছে চীন সীমান্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় সেনাবাহিনীর একটি এএন-৩২ টুইন-ইঞ্জিন মিলিটারি এয়ারক্রাফট ১০% জৈবজ্বালানির মিশ্রণ ব্যবহার করে উড্ডয়নের পর শুক্রবার সফলভাবে চীন সীমান্তের কাছে লেহ এলাকায় অবতরণ করেছে। সমুদ্র সমতল থেকে লেহ’র উচ্চতা ৩,৫২৪ মিটার এবং এটি একটি কৌশলগত গুরুত্বপ‚র্ণ এয়ারফিল্ড। চীন সীমান্ত থেকে মাত্র ২৫০ কিলোমিটার দ‚রে এর অবস্থান। আইএএফের বিশালকার এএন-৩২ পরিবহন এয়ারক্রাফটটিকে গত বছর জৈব জ্বালানির মিশ্রণ নিয়ে উড্ডয়নের সনদ দেয়া হয়। প্রচলিত জ্বালানির সঙ্গে ১০% জৈব জ্বালানি মিশিয়ে এই জ্বালানি তৈরি হয়। আইএএফের বিমানটিকে লেহ-তে অবতরণের আগে গত দুই বছর ধরে বেশ কিছু পরীক্ষায় অংশ নিতে হয়। দেরাদুনে অবস্থিত সরকারি সহায়তাপুষ্ট সিএসআইআর-আইআইপি ল্যাব প্রথম ২০১৩ সালে বিমানের জন্য এই জৈব জ্বালানি উদ্ভাবন করে। বিভিন্ন বনাজি গাছ থেকে এই বায়োফুয়েল তৈরি করবে এই ল্যাব। ২০১৮ সালের জুলাইয়ে আইএএফ প্রধান বিএস ধানোয়া ঘোষণা দেন যে দেশে বিমান বাহিনীর সব সম্পদে জৈবজ্বালানি ব্যবহার পরীক্ষার অনুমতি দেয়া হবে। তিনি জানান যে খরচ কমিয়ে আনতে পরিবহন বিমানে এই মিশ্র জ্বালানি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর জন্য বছরে এক বিলিয়ন লিটার জ্বালানির প্রয়োজন হয়। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন