নেপাল তার ‘সাগরমাথা সংলাপে’ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে। সাগরমাথা সংলাপ হবে ২-৪ এপ্রিল। কাঠমান্ডুর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। নেপালের সা¤প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় ধরনের ক‚টনৈতিক উদ্যোগ বিবেচিত হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক নেতাও এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাগরমাথা সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট একটি স‚ত্র জানিয়েছে, ১৫০ জনের বেশি বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন সরকার ও রাষ্ট্রপ্রধান, ব্যবসায়িক নেতা, মিডিয়া, বহুপক্ষীয় সংস্থার প্রধান, থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও অ্যাক্টিভিস্ট। ওই কর্মকর্তা জানিয়েছেন, সার্ক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন