পুনরায় নির্বাচিত হওয়ার আশা নিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেরন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি। বিদেশে ব্যাপক জনপ্রিয় এই প্রধানমন্ত্রী নির্বাচনী পরক্ষায় দেশের মানুষের সমর্থন পাবেন কিনা তা জানা যাবে প্রায় সাত মাস পর। ২০১৭ সালে জেসিন্ডা আর্ডেরন নেতৃত্বাধীন দেশটির মধ্য-বামপন্থী লেবার পার্টি নিউজিল্যান্ডের ক্ষমতায় আসে। দ্বিতীয় মেয়াদে আবারও ক্ষমতায় আসতে চায় তার দল। প্রধানমন্ত্রী বলেছেন, আমি দেশের স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ধারা বজায় রাখার স্বার্থে নিউজিল্যান্ডের নাগরিকদের প্রতি আমার নেতৃত্ব, বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহŸান জানাচ্ছি। দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।
মন্তব্য করুন