বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অন্ধকার রাতে দিনাজপুরে সড়কে প্রাণ হারালেন ৩ যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১০:৩৫ এএম

রাতের আধারে দিনাজপুরে বিরামপুর উপজেলায় কালভার্ট নির্মাণকাজের জন্য সড়কে রাখা ভেকু মেশিনের (ট্রেজার) সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী এলাকার সেগুনবাগানের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই এলাকার সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) এবং ওই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে তিন যুবক নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় সড়কে একটি কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত ভেপু মেশিনে (ট্রেজার) দ্রতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ওসমান গণি ও বিপ্লব নিহত হন। আহতাবস্থায় সুজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের স্বজনকেও খবর দেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন