শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছদ্মবেশী হামলায় এগারো আফগান পুলিশ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

উত্তর আফগানিস্তানের একটি ঘাঁটিতে তালিবানদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ অফিসার নিহত হয়েছেন। সরকারি একটি স‚ত্র জানায়, ওই পুলিশঘাঁটিতে থাকা কোনও এক কর্মী ঘরেরশত্রæ বিভীষণের ভ‚মিকা নিয়েছিল। তার সহযোগিতা ছাড়া পুলিশঘাঁটিতে ঢুকে এভাবে নাশকতা সম্ভব ছিল না। যদিও, সন্দেহভাজন সেই পুলিশকর্মীটিকে এখনও চিহ্নিত করা যায়নি। আফগান সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, সোমবার গভীর রাতে তালিবানরা পুলিশঘাঁটির চেক পয়েন্টে যায়। সেখানে তালিবান-অনুরাগী কোনও এক পুলিশকর্মী পুলিশঘাঁটির সদর দরজা খুলে দিলে, বিনা বাধায় কমপাউন্ডে ঢুকে হামলা চালায় তালিবানরা। অতর্কিতে হামলায় বেসামাল হয়ে পড়ে আফগান পুলিশ বাহিনী। এমনটাই জানিয়েছেন, বাঘলানের প্রাদেশিক কাউন্সিলম্যান মাবোবুল্লাহ ঘাফারি। যদিও, তালিবানরা পুলি খুমরির এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু, আফগানিস্তানের বাঘলান প্রদেশ তালিবানদের শক্তঘাঁটি। ফলে, সন্দেহের তির তাদের দিকেই। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে ইতি টেনে, স¤প্রতি তালিবানদের দিক সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। আফগানিনস্তানে শান্তির পরিবেশ ফেরাতে দু-পক্ষ আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছে। তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি করে, আফগানিস্তান থেকে ১৩ হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথাও ভাবা হয়েছে। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন