সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান এশিয়া কাপে যাচ্ছে না ভারত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান এক রকম হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ভারতের প্রতি। এ বছর যদি ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে পাকিস্তানও আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া থেকে বিরত থাকতে পারে। তার সেই আশঙ্কাই সত্যি হলো। যদি পাকিস্তানে হয় তাহলে এশিয়া কাপ খেলতে যাচ্ছে না ভারত। গতকাল মুখ ফুটেই তা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের মধ্যে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। চলতি বছরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। স্বাভাবিকভাবেই ভারতের সেখানে খেলতে যাওয়ার কথা নয়। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি টুর্নামেন্টের আয়োজক, এতে সমস্যা নেই, ম‚ল সমস্যা হলো ভেন্যু। এখন যেমন অবস্থা, তাতে আমাদের নিরপেক্ষ ভেন্যুই প্রয়োজন।’

বিসিসিআইর এই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে টুর্নামেন্ট হলে সেখানে যাবে না ভারত। তারা অংশ নিতে পারে কেবল নিরপেক্ষ ভেন্যুতে হলেই, ‘এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্ট হলেও ভারতের পাকিস্তান সফরে যাওয়ার কোনও সুযোগ নেই। এসিসি যদি ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট মাঠে গড়াতে চায়, তাহলে সেটা ভিন্ন পরিস্থিতি। তবে ভারতকে এশিয়া কাপে চাইলে ভেন্যু পাকিস্তানে হতে পারবে না।’

২০১৮ সালের এশিয়া কাপের পরিস্থিতিও কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের জন্য। সেবার টুর্নামেন্টটি ভারতে করা হয়নি পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা জটিলতার কথা মাথায় রেখে। তাই বাধ্য হয়ে বিসিসিআই টুর্নামেন্টটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবিও এমন কৌশল নিতে পারে বলে মত বিসিসিআইর সেই কর্তার, ‘নিরপেক্ষ ভেন্যু সব সময়ই একটি বিকল্প। বিসিসিআই ২০১৮ সালে এমনটি করেছিল।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন