শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিসরে ৩৭ জনের মৃত্যুদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মিসরে সন্ত্রাসবাদে যুক্ত থাকার দায়ে ৩৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে দেশটির স্পেশাল ফোর্সেস-এর সাবেক কর্মকর্তা হিশাম আল আশ্মাভি-ও রয়েছেন। ১ ফেব্রুয়ারি শনিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালে লিবিয়া সীমান্তের কাছে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ সদস্যকে হত্যা করা হয়। ওই হামলার ষড়যন্ত্রসহ বিভিন্ন মামলায় হিশাম আল আশ্মাভি অভিযুক্ত ছিল। ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৪ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর কাছে আনুগত্য শিকারের আগে হিশাম সিনাইভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিসের নেতৃত্ব দেয়। পরে ২০১৮ সালে লিবিয়ার একটি শহরে ধরা পড়ে। ২০১৯ সালের মে মাসে তাকে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী খলিফা হাফতার বাহিনীর মাধ্যমে দেশে পাঠানো হয়।

আদালতের আদেশে বলা হয়েছে, হিশামের সঙ্গে আরও ৩৬ জনকে সন্ত্রাদবাদে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন এ মামলাগুলো দেশটির গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ইসলামি আইন কর্মকর্তার কাছে পাঠানো হবে। দেশটির আইন অনুযায়ী, সর্বোচ্চ সাজা কার্যকরের আগে মামলাগুলো তার কাছে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

গ্র্যান্ড মুফতির আইনি কার্যক্রম শেষে দন্ডাদেশ নিশ্চিত করতে আগামী ২ মার্চ বিচার কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করেছে আদালত।

এর আগে গত নভেম্বরে সন্ত্রাসবাদ বিষয়ক আইনের আরেকটি মামলায় হিশামকে মৃত্যুদন্ড দেয় সামরিক আদালত। ইতঃপূর্বে দেশটির বেসামরিক আদালতও তার মৃত্যুদন্ডের রায় দেন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন