বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যে কারণে ইহুদিদের জন্য হিব্রু ভাষায় কোরআন অনুবাদ করছে মিসর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ২:৩৩ পিএম

এবার হিব্রু ভাষায় কোরআন অনুবাদ করার উদ্যোগ নিয়েছে মিসর। যুক্তরাজ্যভিত্তিক দ্য নিউ আরব জানিয়েছে, সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে এ উদ্যোগের কথা সামনে আনেন মিশরের আওয়কাফ বিষয়ক মন্ত্রী মোহামেদ মুখতার গোমা।
তিনি আরও বলেন, আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, আগের যে হিব্রু ভাষায় ইহুদিরা কোরআন অনুবাদ করেছেন সেখানে অনেক ভুল ব্যাখ্যা করা হয়েছে। এতে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মধ্যে পবিত্র কোরআনের ভুল বাণী পৌঁছেছে। এই বিষয়টি সমাধানেই এবারে হিব্রু ভাষায় কোরআন অনুবাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা।
উল্লেখ্য, হিব্রু ভাষায় আগে যে কোরআন শরীফের অনুবাদ করেছে ইহুদিরা, সেখানে অনেক ভুল আছে। এর আগে, গত বছর হিব্রু ভাষায় অনুবাদিত কোরআনের একটি কপি বিশ্লেষণ করে ফিলিস্তিনি গবেষকরা অন্তত ৩০০টি ভুল ব্যাখ্যা শনাক্ত করেন। সূত্র : টেনটিভি ও দ্য নিউ আরব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Roman mollik ৫ ডিসেম্বর, ২০২১, ২:৫৯ পিএম says : 0
সহমত পোষন করলাম
Total Reply(0)
M A Islam ৫ ডিসেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম says : 0
ইয়াহুদিরা পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা ও উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন