সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সুপার ওভার ‘স্পেশালিস্ট’ মুডি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভার এখন বেশ নিয়মিত ঘটনা। গত কয়েক মাসে বেশ কয়েকটি ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। ম‚লত সুপার ওভারের নিয়ম যে দল ম‚ল ম্যাচে পরে ব্যাট করে তারাই সুপার ওভারে আগে ব্যাট করে। যে কোনো ব্যাটসম্যান নামতে পারেন, বোলিং সাইডের হয়ে এই এক ওভার বল করে থাকেন কোনো এক নির্দিষ্ট বোলার।

গেল বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বাদশ বিশ্বকাপের ফাইনাল গড়িয়েছিল সুপার ওভারে, সুপার ওভারেও দুই দলের স্কোর ছিল সমান। চলমান নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। প্রচলিত এই নিয়ম থেকে ভিন্ন নিয়ম প্রস্তাব করেছেন কোচ টম মুডি। নিজের টুইটারে এই প্রস্তাব দেন টম মুডি। টুইটে তিনি লেখেন, ‘এতদিন সুপার ওভার যে নিয়মে হয়ে এসেছে তার থেকে ভিন্ন কিছু পরামর্শ আছে আমার।’
১. সুপার ওভারের জন্য নতুন করে টস হবে।
২. বোলিং সাইডের জন্য ২ জন বোলারকে বাছাই করতে হবে।
৩. প্রতি বোলার ৩টি করে বল করবেন।’
এই টুইট করে আইসিসির দৃষ্টিও আকর্ষণ করেছেন মুডি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন