রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্য যাত্রা জাহানারা-সালমাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫৪ পিএম

ফাইল ছবি


অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তিন সপ্তাহ আগে দেশ ছাড়ছে বাংলাদেশের মেয়েরা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে সালমা-জাহানারাদের দল। অস্ট্রেলিয়া পৌঁছেই গোল্ডকোস্টে পাড়ি জমাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দলের মেয়েরা।

অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার কমতি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। ১৩ দিনের ক্যাম্পে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং বিভাগের মূল কান্ডারী জাহানারা আলম। বিশ্বকাপ নিয়ে তাই জাহানারা পরিকল্পনা সাজিয়েছেন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অচেনা প্রতিপক্ষ হলেও, ভারত ও শ্রীলঙ্কাকে হারাতে ম্যাচে ভূমিকা রাখতে চান যশোরের এই নারী ক্রিকেটার। তিনি বলেন, ‘চেষ্টা করব শুরুতেই উইকেট নিতে। সেটা দলের জন্যই ভালো হবে। এটাই আমার টার্গেট।’

এশিয়া কাপে ভারতকে দুবার হারিয়েছিলো বাংলাদেশ। তবে, সে আসরের পর বাংলাদেশের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। অভিজ্ঞতায়ও এগিয়ে গেছে তারা। এ বিষয়টা কিছুটা কিছুটা আক্ষেপ রয়েছে জাহানারার। এ প্রসঙ্গে জাহানারা বলেন, ‘ভারত এরই মধ্যে অনেক টুর্নামেন্ট খেলেছে। আরো শক্তিশালী হয়েছে। সে তুলনায় আমরা অনেক কম ম্যাচ খেলেছি ও পিছিয়ে আছি।’

সাকিব, তামিমদের চেয়ে সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে নারী ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে ভাল খেলতে পারলে ভাগ্য খুলতে পারে নারীদের। এমনটাই মনে করেন জাহানারা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে।

মূল পর্বের আগে বাংলাদেশ ৫ টি প্রস্তুতি ম্যাচ খেলবে। তিনটির আয়োজক বিসিবি। বাকি দুটি আইসিসির। থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শেষ করবেন সালমারা। ২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেটারদের বিশ্বকাপ মিশন। ২৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের শেষ দুই ম্যাচ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। মেলবোর্নে ম্যাচ দুটি হবে ২৯ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, শামিমা সুলতানা, মোর্শেদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কোবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও সবহানা মোস্তারি।

স্ট্যান্ড বাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন