শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাস্তবায়ন করবে না মহারাষ্ট্রও

সিএএ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান ও মধ্যপ্রদেশের পাশে এসে দাঁড়ালো মহারাষ্ট্র। সেখানে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেছেন, তার রাজ্যে বাস্তবায়ন করা হবে না ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি)। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ লিখেছে, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), এনআরসি অথবা এনপিআর বাস্তবায়ন না করার জন্য এর আগে যেসব রাজ্য অবস্থান নিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে মহারাষ্ট্র। নাগরিকত্ব সংশোধন আইন পার্লামেন্টে উত্থাপন করার পর থেকেই এ আইন নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। অনেক স্থানে তা সহিংস আকার ধারণ করে। বেশ কিছু মানুষ এতে প্রাণ হারিয়েছেন। ডেকান হেরাল্ডের খবরে বলা হয়, সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধন বিল (সিএএ) ভারতীয় সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘সুস্পষ্ট লঙ্ঘন’। এ আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্যকে বৈধতা দেয়া হচ্ছে। হাউজ ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন আফ্রিকা, গেøাবাল হেলথ, গেøাবাল হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং হাউজ ওভারসাইট অ্যান্ড রিফর্ম সাবকমিটিতে সাক্ষ্য দেয়ার সময় এসব অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক এডভোকেসি ম্যানেজার ফ্রাঁসিস বেনকোসমে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেকান হেরাল্ড। এতে আরো বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, সিএএ হলো ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই আইন করা হয়েছে যথাযথ প্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। আইনটির পক্ষাবলম্বন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই আইনের মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। উল্টো নাগরিকত্ব দেয়া হবে। জি নিউজ, ডেকান হেরাল্ড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন