রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রেলওয়ের বার্ষিক ক্রীড়ায় লালমনিরহাট চ্যাম্পিয়ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৩ পিএম

লালমনিরহাট দল ছয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। হেড কোয়ার্টার (পশ্চিম) হয়েছে রানার্স আপ। এ দলটি ছয়টি স্বর্ণ, দুইটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। গত আসরেও দলটি রানার্স আপ হয়েছিল। এবারের প্রতিযোগিতায় দ্রুততম মানব হয়েছেন পাহাড়তলী আরিফুল ইসলাম। তিনি পরপর তিনবার প্রথম হয়ে সবার নজর কেড়েছেন। পাহাড়তলী দল তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য, একটি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। বক্তব্য রাখেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর প্রধান (আরএনবি) ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে ১২০ জন এ্যাথলেট অংশ নেয়। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন