বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘নিউজিল্যান্ড স্টুপিডের মতো খেলেছে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩১ পিএম

এইতো ক’দিন আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ধুয়ে দিয়েছে ভারত। একটি ম্যাচেও স্বাগতিকরা জিততে পারেনি। যেটা ঘরের মাঠে কিউইদের জন্য ভীষণ লজ্জার ব্যাপার। অথচ তারা এর মাঝে পরপর দু’টি ম্যাচ টাই করেছে। শেষ ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ছুঁতে পারেনি। এটা দেখে যারপরনাই বিরক্ত পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আকতার। এমন ক্রিকেট উপহার দেয়ার জন্য নিউজিল্যান্ডকে ‘ফুলিশ’ ও ‘স্টুপিড’ বলেছেন তিনি।
সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৬ ও ৭ উইকেটে জিতেছিল ভারত। পরের দুটি টি-টোয়েন্টিতে জয় এসেছিল সুপার ওভারে। আর শেষ টি-টোয়েন্টিতে ১৬৩ রানের পুঁজি নিয়ে জিতে যায় ভারত। বিরাট কোহলির ভারতই বিশ্বের প্রথম দল যারা টি-টোয়েন্টি সিরিজ জিতল ৫-০ ব্যবধানে।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আকতার এই সিরিজ নিয়ে বলেছেন, ‘বোকার মতো ক্রিকেট। নিউজিল্যান্ডকে যেভাবে হারতে দেখলাম তাকে আর অন্য কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মনে হয়, নিউজিল্যান্ডের উচিত বলপ্রতি রান পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয় তা শেখা। পাঁচ টি-টোয়েন্টির মধ্যে দু’টি ওরা টাই করেছিল। আর শেষ ম্যাচে বলপ্রতি রানও প্রায় ছিল না। অথচ তারপরও ওরা হেরে গেল।’
রবিবার রান তাড়ার সময় চতুর্থ উইকেটে রস টেলর ও টিম সিফার্ট যোগ করেছিলেন ৯৯ রান। ১৩তম ওভারে সিফার্টকে নবদীপ সাইনি ফেরাতেই নামে ধস। পরের সাত ওভারে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। শোয়েব বলছিলেন, ‘আমি বুঝতে পারছি না যে, নিউজিল্যান্ড ঠিক কী করছে। ওরা বারবার এক ওভারে বেশি উইকেট হারিয়ে বসছে। টেলরের মতো সিনিয়র ক্রিকেটারও ম্যাচ শেষ করে আসতে পারছে না, এটা দেখাও যন্ত্রণার। আমার কাছে পুরোটাই বোকামি লেগেছে। জানি না ওরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। ওদের বুদ্ধিহীন ক্রিকেট দেখাও কষ্টকর। যদি সামান্য পরিণত মানসিকতা দেখাত, তবে নিউজিল্যান্ড ৩-২ ব্যবধানে জিতত টি-টোয়েন্টি সিরিজ। তবে ভারতকে অভিনন্দন, ওরা সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন