বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব : মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৬ পিএম

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম সুযোগ পাবেন কি না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় মুখ খুললেন জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। আমি সব সংস্করণের জন্য প্রস্তুত। সিরিজ সামনে রেখে আমি নিজেকে প্রস্তুত করছি। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। সুতরাং জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ নেই।’

সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচক ও কোচের বক্তব্য নিয়ে বিব্রত মুশফিকুর রহিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাকিব-তামিমের মতো এত বড় ক্রিকেটার নই। আমি সবসময় নিজেকে একজন ছোট খেলোয়াড় ভাবি। আমি সবসময়ই বলি, পরের সিরিজে সুযোগ পাওয়া নিয়েই আমার ভাবনা। তাই এটা (নির্বাচক-কোচদের কথা) আমার জন্য বিব্রতকর ছিল না। বরং তারা যেভাবে ভাবছেন এটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।’

মুশফিক বলেন, ‘আগামীকাল বা পরশু আমার ফিটনেস টেস্ট আছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমি বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলব। সেখানে ভালো করার চেষ্টা করব যাতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা আমার ওপর আস্থা রাখতে পারেন। তারা যদি মনে করেন আমি দলের শক্তিমত্তা বাড়াতে পারব, তাহলে আমাকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখবেন।’

মুশফিককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সাবেক এ অধিনায়ককে চান, ‘দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারাও জানেন, আমি জানি, সারা দেশ জানে, ক্রিকেটবিশ্বও জানে। মুশফিক ভাইয়ের মতো একজন ব্যাটসম্যান না খেললে যেকোনো দলই তার শূন্যতা অনুভব করবে। এটা অধিনায়ক ও দলের সবার জন্য বড় একটা ক্ষতি। এটাও বলার অপেক্ষা রাখে না, উনি যদি ফিট থাকেন, অবশ্যই জিম্বাবুয়ের সঙ্গে খেলবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন