বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতের টেস্ট দলে ফিরলেন পৃথ্বী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৫ পিএম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পৃথ্বী শ। চোট সারিয়ে টেস্ট স্কোয়াডে ফিরেছেন বর্তমান সময়ে দেশটির অন্যতম সেরা পেসার জ্যাসপ্রীত বুমরাহ। ১৬ সদস্যের স্কোয়াডে ইশান্ত শর্মাও আছেন, তবে তিনি ফিট থাকলে তবেই যুক্ত হবেন।

রোহিত শর্মার চোটই পৃথ্বীর কাছে টেস্ট স্কোয়াডে ফেরার সুযোগ এনে দিল। আবার, একইভাবে রোহিতের চোট ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ এনে দিল মায়াঙ্ক আগারওয়ালের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক। যা শুরু হচ্ছে বুধবার থেকে।

পাশাপাশি, শুভম্যান গিলের টেস্ট অভিষেকের সম্ভাবনাও উজ্জ্বল করল রোহিতের চোট। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডেও ছিলেন শুভম্যান। কিন্তু কোনও ম্যাচ খেলেননি। তাই সম্ভবত তাঁকেই কিউইদের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্কের সঙ্গে। টেস্টে দ্বিতীয় ওপেনার হিসেবে গিলের সঙ্গে লড়াই পৃথ্বীর। ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার জন্য আট মাস নির্বাসিত ছিলেন পৃথ্বী। তারপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন তিনি।

টেস্ট দলে রয়েছেন পেসার নবদীপ সাইনি। যিনি এখনও অভিষেক ঘটাননি পাঁচদিনের ফরম্যাটে। স্কোয়াডে নেই চায়নাম্যান কুলদীপ যাদব। ভারতীয় দলে রয়েছেন দুই স্পিনার, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নিজের জায়গা ধরে রেখেছেন রিশাব পান্ত।

ভারতের টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুভম্যান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রিশাব পান্ত (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জ্যাসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন