শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপার আরও কাছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫০ এএম

লিভারপুলকে হাতছানি দিচ্ছে আরেকটি অনন্য কীর্তি- ইতিহাসের প্রথম দল হিসেবে দ্রুততম সময়ে প্রিমিয়ার লীগ শিরোপা নিশ্চিত করা। অদম্য গতিতে ছুটে চলা অলরেডরা শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে আগামী মার্চেই। আগের রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০০০-০১ মৌসুমে ম্যানইউ শিরোপা নিশ্চিত করেছিল ২০০১ সালের ১৪ই এপ্রিল। বুধবার দিবাগত রাতে শ্রেশবেরি টাউনের বিপক্ষে একমাত্র গোলে জয় পায় লিভারপুল। ৭৫ মিনিটে আত্মঘাতি গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দ্বিতীয় সারির দলটিও বেশ ভালোই খেলেছে।
আর পাঁচটি ম্যাচে জয় পেলেই কোনো হিসেব ছাড়া ত্রিশ বছর পর ইংলিশ শীর্ষ ফুটবলের শিরোপা জিতবে লিভারপুল। প্রিমিয়ার লীগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের রেকর্ডটি ম্যানচেস্টারের দুই দলের দখলে। ২০০০-০১ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি পাঁচ ম্যাচ আগে শিরোপা জয় করার কীর্তি গড়ে। অদম্য গতিতে ছুটে চলা অলরেডদের হাতছানি দিচ্ছে আরো এক রেকর্ড।
লীগে এখন টানা ৪৪ ম্যাচ অপরাজিত তারা। আর ৬ ম্যাচ অপরাজিত থাকলেই ২০০৩-০৪ মৌসুমে আর্সেনালের গড়া টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেবে ইয়ুর্গেন ক্লপের দল। ২০১৭-১৮ মৌসুমে সিটিজেনরা শিরোপা জিতেছিল রেকর্ড ১৯ পয়েন্টের ব্যবধানে। লিভারপুরে সামনে সে রেকর্ডটাও নিজেদের করে নেয়ার সুযোগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন