সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাতিয়ায় সোয়া লাখ মিটার কারেন্টজাল ধ্বংস

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩৫ পিএম

হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি বিন্ধি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার রাতে নলচিরাঘাট এলাকায় আগুন দিয়ে জালগুলো ধ্বংস করা হয়েছে। এরআগে বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার নলচিরা, তমরদ্দি, সোনাদিয়ার সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাতিয়ার নলচিরা ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লা জানান, প্রতিদিনেরমত মঙ্গলবারও নৌ-পুলিশ মেঘনা নদীতে টহল দেয়। এসময় কিছু মাছ ধরার নৌকাকে সন্দেহ হলে কয়েকটি নৌকায় বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি বিন্ধি জাল জব্দ করা হয়।
তিনি আরো জানান, এসময় কয়েকজন জেলেকে আটক করার পর আগামীতে কারেন্টজাল ব্যবহার করবে না এ মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন