শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অবৈধ কারেন্টজাল জব্দ

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ১শ’ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে মৎস বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরছিল। এ খবর পেয়ে মৎস্য বিভাগ উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা  মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম বদরুজ্জামান, জাতীয় মৎসজীবী সমিতির উপজেলা সভাপতি আব্দুর রব উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে কেটে ও পুড়িয়ে ফেলা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন